Tuesday, June 26, 2018

গ্যাসের দাম বাড়ল

সব শ্রেণির গ্রাহকের জন্য গ্যাসের দাম বাড়ানো হল। বর্তমানের চেয়ে গড়ে দাম বাড়ানো হয়েছে প্রায় ২২ দশমিক ৭ শতাংশ। তবে দুই দফায় প্রায় সমহারে এই দাম বৃদ্ধি কার্যকর হতে পারে। গতকাল সোমবার বিকেলে এই দাম বাড়ানোর র্নির্দেেশ দিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন  (বিইআরসি)।
প্রথম দফায় আগামী ৩ জুন ও দ্বিতীয় দফায় ১ জানুয়ারীতে থেকে দাম বাড়বে। অর্থাৎ, জুন মাসের গ্যাসের বিল দিতে হবে বাড়তি দামে। এরপর জুন মাসের বিলে তা আরও এক দফা বাড়বে। গ্যাসের দাম বাড়ানোর ফলে সার, বিদ্যুৎ ও শিল্পে কারখানায়
উৎপাদনের ব্যয় বাড়বে, যার ভার শেষ পর্যন্ত ভোক্তাদের ঘাড়েই চাপবে। এ ছাড়া সিএনজির দাম বাড়ালে পরিবহন ভাড়াও বাড়বে। এটিও বহন করতে হবে ভোক্তা ও যাত্রীদের।

No comments:

Post a Comment

1

https://www.apartments.com/the-seasons-apartments-boise-id/wndxqjh/ https://www.apartments.com/falconview-colorado-springs-co/m2v20el/ https...