Tuesday, June 26, 2018

গ্যাস এর চুলা কেনা

বাজারে রয়েছে নানান ব্র্যান্ডের দেশি-বিদেশি নানান রকম গ্যাসের চুলা। সাধারণত লোহা, স্টিল ও গ্লাস (কাচের) এই তিন ধরনের চুলা পাওয়া যায়। এসব চুলার মধ্যেও রয়েছে ব্র্যান্ড ও নন ব্র্যান্ড যেমন; অ্যারিস্টোন (ইতালি) কিনবো (তুরষ্ক), আকাই এলজি, কোয়ান্টাম, মিয়াকো, আরএফএল, নিক্কো, কমেট, জেসিএলসহ অনেক ধরনের দেশি বিদেশি চুলা। ধরে নিচ্ছি, আপনি দুই বার্নারের চুলা কিনবেন আর আপনার উল্লেখ্য বাজেটে কিন্তু আপু অটো চুলা অর্থাৎ যেভাবে স্টার্টার সুইচ ঘুরালেই চুলাতে আগুন জ্বলে (দিয়াশলাই বা ম্যাচ লাগে না) হবে না। মেসে বা বাসার ব্যবহৃত চুলাগুলোর বেশিরভাগই সাধারণ চুলা। এসব চুলায় দিয়াশলাই বা ম্যাচের কাঠি ব্যবহার করে আগুন জ্বালাতে হয়। সাধারণত এই চুলাগুলো লোহা কিংবা স্টিলের হয়ে থাকে। এগুলোর বর্তমান বাজার মূল্য ৬শ' থেকে দেড় হাজার টাকা। এগুলোর সেই অর্থে ব্র্যান্ড থাকে না। আপনি আপনার এলাকার যে কোনো ক্রোকারিজের দোকানে গেলেই পেয়ে যাবেন।

No comments:

Post a Comment

1

https://www.apartments.com/the-seasons-apartments-boise-id/wndxqjh/ https://www.apartments.com/falconview-colorado-springs-co/m2v20el/ https...