Saturday, July 11, 2020

1

Saturday, July 7, 2018

এবার টাইব্রেকারে স্বপ্ন ভfঙ্গল স্বাগতিক রাশিয়ার.........

 এবার নিজের দেশের মাটিতে হারল রাশিয়া ।  ইভান রকিতিচ যখন শেষ পেনাল্টিটি নিতে আসলেন সোচির ফিস্ট স্টেডিয়ামের প্রায় ৪৪ হাজার দর্শক তখন তাকিয়ে ছিল ইগোর আকিনফেভের দিকে। এ নায়কই যে স্পেনকে বিদায় করে শেষ আটে এনেছিল দলকে। কিন্তু এদিন পারলেন না। ভাগ্যটা তাকে সঙ্গ দেয়নি। আর তাতে কোয়ার্টার ফাইনালেই রূপকথার গল্পটা শেষ হয় স্বাগতিকদের। ১৯৯৮ সালের পর আবার সেমিফাইনালে উঠল ক্রোয়েশিয়া।  


 হিরো থেকে জিরো কিভাবে হয় এদিন কাছ থেকেই দেখলেন মারিও ফার্ন্দান্দেজ। অতিরিক্ত সময়ের শেষ দিকে পিছিয়ে থাকা রাশিয়া তার গোলেই ফেরে সমতায়। খেলা গড়ায় টাইব্রেকারে। সেখানে গিয়ে তিনিই বাইরে মেরে দেন শট। ভাগ্যও ছিল না। তা না হলে লুকা মদ্রিচের নেওয়া পরের শটটি প্রায় ফিরিয়ে দিয়েছিলেন আকিনফেভ। কিন্তু বারে লেগেও তা জালে প্রবেশ করে।
আর তাতে প্রথমবারের মতো স্বাগতিকদের বাধা পার করতে পারল ক্রোয়েশিয়া। এর আগে দুইবার স্বাগতিকদের সামনে পড়ে হারতে হয়েছিল তাদের। ১৯৯৮ সালে ফ্রান্সের কাছে ১-২ গোলে আর ২০১৪ সালে ব্রাজিলের কাছে ১-৩ গোলে হারে। তবে এবার ম্যাচ জিততে না পারলেও পরের রাউন্ডের টিকেট কেটে নিয়েছে মদ্রিচের দল। আর ১৯৯০ সালের পর এবারই প্রথম কোন স্বাগতিক দলের দৌড় থামল কোয়ার্টার ফাইনালে।
অথচ শেষ ষোলোর  গণ্ডিটা টাইব্রেকারের ভাগ্য পরীক্ষা দিয়েই পার করেছিল রাশিয়া ও ক্রোয়েশিয়া। আর তাতে নায়ক ছিলেন দুই  দলের গোলরক্ষক। সেমিফাইনালের যাওয়ার পথে আকিনফেভকে ঠেলে নায়ক হলেন  ক্রোয়েট গোলরক্ষক ড্যানিয়েল সোবাসিচ।
ভাগ্যটা সঙ্গে ছিল বলেই ম্যাচে খেলা হয় সোবাসিচের।ইনজুরিতে পড়েছিলেন। খেলোয়াড় বদল করার সুযোগ থাকলে তখনই বদল করা হতো। কিন্তু কোন মতে খোঁড়া পায়েই খেলেন। তবে অতিরিক্ত সময়ে নামার আগে শুশ্রূষায় ঠিক হলেন। ওই দিকে মাঠে নেমেই ইনজুরিতে সিমি ভ্রাসাইকো। বদল ছাড়া উপায় নেই। আর তাতেই শেষ পর্যন্ত মাঠে থাকলেন সোবাসিচ।
সোচিতে এদিন ম্যাচের শুরু থেকেই সমান তালে লড়াই করেছে রাশিয়া। হয়তো আক্রমণ কিছু বেশি করেছিল ক্রোয়েশিয়া। কিন্তু তাদের দারুণ ভাবেই সামাল দিচ্ছিল রুশ ডিফেন্ডাররা।  এমনকি শুরুতে এগিয়ে গিয়েছিল তারাই। ম্যাচের ৩১ মিনিটে আরতেম জুবার কাছ থেকে বল পেয়ে এক ডিফেন্ডারকে কাটিয়ে প্রায় ৩৫ গজ দূর থেকে দুর্দান্ত এক শটে লক্ষ্যভেদ করেন ডেনিশ চেরিশেভ।

Saturday, June 30, 2018

শয়তান'র চেয়ে ভয়ানক ক্ষেপণাস্ত্র রাশিয়ায়

 শয়তান'র চেয়ে ভয়ানক ক্ষেপণাস্ত্র  রাশিয়ায়


 আধুনিক অস্ত্রগুলো রাশিয়ার সামরিক সক্ষমতাকে কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। আমাদের কিছু কিছু সমরাস্ত্র সিস্টেম প্রতিদ্বন্দ্বী দেশগুলোর চেয়ে কয়েক বছর অথবা কয়েক দশক এগিয়ে রয়েছে।
রুশ প্রেসিডেন্ট দৃষ্টান্ত হিসেবে তার দেশের 'অ্যাভানগার্ড' হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের কথা তুলে ধরেন যা শব্দের চেয়ে বিশ গুণ দ্রুত গতিতে চলে। এই ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তুর দিকে ছুটে যাওয়ার সময় আবহমণ্ডলে দিক ও উচ্চতা পরিবর্তন করতে পারে বলে তা যে কোনো ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা বা বিমান প্রতিরক্ষা-ব্যবস্থার জন্য চরম অভেদ্য বা ধরা-ছোঁয়ার বাইরে থাকে বলে পুতিন জানান। তিনি আর জানান যে তার মত অস্ত্র আর কার কাছে নেই ।
রুশ প্রেসিডেন্ট তার দেশের একটি নতুন আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের কথাও উল্লেখ করেন যা দশটিরও বেশি পরমাণু অস্ত্র বহন করতে সক্ষম এবং ২২০ টন ওজনের এই ক্ষেপণাস্ত্র পৃথিবীর যে কোনো স্থানে আঘাত হানতে পারে। 'সারমাট' নামের এই ক্ষেপণাস্ত্র সোভিয়েত যুগের রুশ 'ভয়েভোডা' নামক আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের চেয়েও বেশি শক্তিশালী। 'ভয়েভোডা'-কে বিশ্বের সবচেয়ে শক্তিশালী আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র বলে মনে করা হত এবং পাশ্চাত্যে একে বলা হয় 'স্যাটান' বা শয়তান।
পুতিন এমন সময় এসব বক্তব্য রাখলেন যখন  রাশিয়ার প্রতিদ্বন্দ্বী মার্কিন যুক্তরাষ্ট্র সম্প্রতি এই বলে উদ্বেগ প্রকাশ করেছে যে রাশিয়ার সঙ্গে সম্ভাব্য সংঘাত দেখা দিলে ন্যাটো জোট হয়ত রাশিয়ার মত দ্রুত গতিতে অগ্রসর হতে পারবে না, বরং ট্র্যাফিক জ্যামে আটকা পড়তে পারে।
মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট পুতিন আগামী ১৬ জুলাই ফিনল্যান্ডের রাজধানী হেলসিংকিতে বৈঠক করবেন বলে কথা রয়েছে। এবং এ বিষয়ে আলোচনা হবে বলে জানা গেছে ।

Tuesday, June 26, 2018

গ্যাসের দাম বাড়ল

সব শ্রেণির গ্রাহকের জন্য গ্যাসের দাম বাড়ানো হল। বর্তমানের চেয়ে গড়ে দাম বাড়ানো হয়েছে প্রায় ২২ দশমিক ৭ শতাংশ। তবে দুই দফায় প্রায় সমহারে এই দাম বৃদ্ধি কার্যকর হতে পারে। গতকাল সোমবার বিকেলে এই দাম বাড়ানোর র্নির্দেেশ দিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন  (বিইআরসি)।
প্রথম দফায় আগামী ৩ জুন ও দ্বিতীয় দফায় ১ জানুয়ারীতে থেকে দাম বাড়বে। অর্থাৎ, জুন মাসের গ্যাসের বিল দিতে হবে বাড়তি দামে। এরপর জুন মাসের বিলে তা আরও এক দফা বাড়বে। গ্যাসের দাম বাড়ানোর ফলে সার, বিদ্যুৎ ও শিল্পে কারখানায়
উৎপাদনের ব্যয় বাড়বে, যার ভার শেষ পর্যন্ত ভোক্তাদের ঘাড়েই চাপবে। এ ছাড়া সিএনজির দাম বাড়ালে পরিবহন ভাড়াও বাড়বে। এটিও বহন করতে হবে ভোক্তা ও যাত্রীদের।

গ্যস সিলিন্ডার ব্যাবহারে ১০ টি সচেতন

১- যে বাড়িতে আছেন  অনুভব করুন, গ্যাস লিকেজের ওপর আছেন কি না। গ্যাস বেরোলে শব্দ হবে। গ্যাসেরও একটা গন্ধ আছে।
২-পারিবারিক পর্যায়ে সচেতনতা তৈরি করতে হবে।
৩- গ্যাস-বিদ্যুৎ ব্যবহার কীভাবে করতে হবে।
৪-ঠিক তেমনি গ্যাসলাইনে লিকেজ হলে তিতাস গ্যাসকে জানানো উচিত।
৫-পাইপের লিকেজ বা চুলার চাবি নষ্ট হয়ে গেলে খেয়াল করতে হবে।
৬-গ্যাসের চুলা চালু করে অন্য কাজ বা এর ওপরে কাপড় শুকাতে দিবেন না।  
৭-বাসার অভ্যন্তরে চুলা স্থাপন বা পাইপ নষ্ট হলে সেটা বাসার মালিককে বলতে হবে।
৮-রান্না শেষে গ্যাসের চুলার চাবিটা ঠিকভাবে বন্ধ করে রাখা উচিত।
৯- গ্যাস বিস্ফোরণে অগ্নিদগ্ধ হলে শরীরে ১৫-২০ মিনিট ধরে বিশুদ্ধ পানি ঢালতে হবে।
১০-জরুরি ফোন নম্বরগুলো হচ্ছে: মতিঝিল—৯৫৬৩৬৬৭, ৯৫৬৩৬৬৮ (২৪ ঘণ্টা); মিরপুর—৯০১৪২৯১ (সকাল ৬টা থেকে রাত ১০টা) এবং গুলশান—৯৮৯১০৫৪ (২৪ ঘণ্টা)। এ ছাড়া তিতাস গ্যাসের হটলাইন নম্বর: ০২-৯১০৩৯৬০।

গ্যাসের চুলা ব্যবহারে সতর্ক হন

গ্যাস এর চুলা ব্যাবহারে আগে থেকে সর্তক হন । বিকালে তাড়াতাড়ি করে বাসা থেকে চলে গিয়েছিল রাজশাহীর এক গৃহবধু ।সন্ধায় বাসায় ফিরে দেখে ঘর থেকে ধোয়া বের হচ্ছে । তখন মনে হল চুলার  উপর কাপড় শুকাতে দিয়েছিল । এমন অসর্তক এর কথা জনান তিনি ।

গ্যাসের চুলা মেরামত

এখন প্রায় বেশিরভাগ ব্র্যান্ডের চুলাতে বিক্রয়োত্তর ২ থেকে ৫ বছর পর্যন্ত ওয়ারেন্টি কিংবা গ্যারান্টি প্রদান করে থাকে। আর সাধারণ অটোচুলাগুলোতে থাকে নির্দিষ্ট মেয়াদে বিক্রয়োত্তর সেবা।
তাছাড়া হার্ডওয়ার দোকানগুলোতে চুলার সব ধরনের মেরামতের ব্যবস্থা থাকে। চুলার সুইচ, বার্নার ও কানেক্টর নাট এসব কিনে এনে আপনি নিজেও ঠিক করে নিতে পারেন। চুলার সুইচ এবং কানেকটর নাটের দাম পড়
বে ৫০ থেকে দেড়শ টাকা। আবার অনেক বিকেতা দামটা বেশী নেয় ।

চুলার রকমফের বিষয়

বাসার ব্যবহৃত চুলাগুলোর বেশিরভাগই সাধারণ চুলা। এসব চুলায় দিয়াশলাই বা ম্যাচের কাঠি ব্যবহার করে আগুন জ্বালাতে হয়। সাধারণত এই চুলাগুলো লোহা কিংবা স্টিলের হয়ে থাকে। এগুলোর বর্তমান বাজার মূল্য ৬শ' থেকে দেড় হাজার টাকা।
আবার অনেক বেশী দামের ্ও আছে ,সে গুলা আরো ভালো ।

বোতলজাত গ্যাস এবং পাইপের গ্যাস ব্যবহার করার জন্য চুলার ধরণ আলাদা হয়। জানালেন ঢাকা নিউ মার্কেটের গৃহস্থালি পণ্য বিক্রেতা ফরিদুজ্জামান।
তিনি বলেন, "এলপি চুলার পিন পরিবর্তন করেও সাধারণ পাইপলাইনে ব্যবহার করা যায়। পিন ও বার্নার পরিবর্তন করতে খরচ হবে ৫০ থেকে ১৫০ টাকা।

বাজারে যত চুলা এর ধরন

বাজারে রয়েছে দেশি-বিদেশি নানান রকম গ্যাসের চুলা। বিভিন্ন মার্কেট ঘুরে দেখা গেল সাধারণত লোহা, স্টিল ও গ্লাস (কাচের) এই তিন ধরনের চুলা পাওয়া যায়।  এসব চুলার মধ্যেও রয়েছে ব্র্যান্ড ও নন ব্র্যান্ড যেমন;  অ্যারিস্টোন (ইতালি) কিনবো  (তুরষ্ক), আকাই এলজি, কোয়ান্টাম,  মিয়াকো, আর
এফ এল, নিক্কো, কমেট, জেসিএলসহ অনেক ধরনের দেশি বিদেশি চুলা। এগুলা সব ভালো না । তবে দেখতে ভালো

গ্যাস সিলিন্ডারের সমস্যা

মাঝে মধ্যে ছোট্ট একটি সমস্যার জন্য দুপুর কিংবা রাতের রান্না বন্ধ থাকে। চুলার স্টার্টার সুইচ (বোতাম) বার্নার কিংবা চুলার গ্যাস পাইপ কানেক্টরের ছোট সমস্যার জন্যই এই ধরনের ভোগান্তির সৃষ্টির হয়।
আসুন জেনে নেই গ্যাসের চুলার খুঁটিনাটি।

গ্যাস এর চুলা কেনা

বাজারে রয়েছে নানান ব্র্যান্ডের দেশি-বিদেশি নানান রকম গ্যাসের চুলা। সাধারণত লোহা, স্টিল ও গ্লাস (কাচের) এই তিন ধরনের চুলা পাওয়া যায়। এসব চুলার মধ্যেও রয়েছে ব্র্যান্ড ও নন ব্র্যান্ড যেমন; অ্যারিস্টোন (ইতালি) কিনবো (তুরষ্ক), আকাই এলজি, কোয়ান্টাম, মিয়াকো, আরএফএল, নিক্কো, কমেট, জেসিএলসহ অনেক ধরনের দেশি বিদেশি চুলা। ধরে নিচ্ছি, আপনি দুই বার্নারের চুলা কিনবেন আর আপনার উল্লেখ্য বাজেটে কিন্তু আপু অটো চুলা অর্থাৎ যেভাবে স্টার্টার সুইচ ঘুরালেই চুলাতে আগুন জ্বলে (দিয়াশলাই বা ম্যাচ লাগে না) হবে না। মেসে বা বাসার ব্যবহৃত চুলাগুলোর বেশিরভাগই সাধারণ চুলা। এসব চুলায় দিয়াশলাই বা ম্যাচের কাঠি ব্যবহার করে আগুন জ্বালাতে হয়। সাধারণত এই চুলাগুলো লোহা কিংবা স্টিলের হয়ে থাকে। এগুলোর বর্তমান বাজার মূল্য ৬শ' থেকে দেড় হাজার টাকা। এগুলোর সেই অর্থে ব্র্যান্ড থাকে না। আপনি আপনার এলাকার যে কোনো ক্রোকারিজের দোকানে গেলেই পেয়ে যাবেন।

1

https://www.apartments.com/the-seasons-apartments-boise-id/wndxqjh/ https://www.apartments.com/falconview-colorado-springs-co/m2v20el/ https...