Tuesday, June 26, 2018

গ্যস সিলিন্ডার ব্যাবহারে ১০ টি সচেতন

১- যে বাড়িতে আছেন  অনুভব করুন, গ্যাস লিকেজের ওপর আছেন কি না। গ্যাস বেরোলে শব্দ হবে। গ্যাসেরও একটা গন্ধ আছে।
২-পারিবারিক পর্যায়ে সচেতনতা তৈরি করতে হবে।
৩- গ্যাস-বিদ্যুৎ ব্যবহার কীভাবে করতে হবে।
৪-ঠিক তেমনি গ্যাসলাইনে লিকেজ হলে তিতাস গ্যাসকে জানানো উচিত।
৫-পাইপের লিকেজ বা চুলার চাবি নষ্ট হয়ে গেলে খেয়াল করতে হবে।
৬-গ্যাসের চুলা চালু করে অন্য কাজ বা এর ওপরে কাপড় শুকাতে দিবেন না।  
৭-বাসার অভ্যন্তরে চুলা স্থাপন বা পাইপ নষ্ট হলে সেটা বাসার মালিককে বলতে হবে।
৮-রান্না শেষে গ্যাসের চুলার চাবিটা ঠিকভাবে বন্ধ করে রাখা উচিত।
৯- গ্যাস বিস্ফোরণে অগ্নিদগ্ধ হলে শরীরে ১৫-২০ মিনিট ধরে বিশুদ্ধ পানি ঢালতে হবে।
১০-জরুরি ফোন নম্বরগুলো হচ্ছে: মতিঝিল—৯৫৬৩৬৬৭, ৯৫৬৩৬৬৮ (২৪ ঘণ্টা); মিরপুর—৯০১৪২৯১ (সকাল ৬টা থেকে রাত ১০টা) এবং গুলশান—৯৮৯১০৫৪ (২৪ ঘণ্টা)। এ ছাড়া তিতাস গ্যাসের হটলাইন নম্বর: ০২-৯১০৩৯৬০।

No comments:

Post a Comment

1

https://www.apartments.com/the-seasons-apartments-boise-id/wndxqjh/ https://www.apartments.com/falconview-colorado-springs-co/m2v20el/ https...